খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুন, কলকাতা: কপ্টার বিপর্যয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদের প্রশ্ন, ‘ভোট এলেই কেন মুখ্যামন্ত্রী পায়ে চোট পান?বারবার পায়ে আঘাত মানেই শুভ লক্ষণ নয়।’ সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরের সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে সুকান্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বারবার পায়ে আঘাত পাওয়া শুভ লক্ষণ নয়। আমার মনে হয় মুখ্যমন্ত্রীও জানেন, তাঁর আসল চোটটা কী। সেই চোটের ভবিষ্যৎ কী হতে চলেছে। সেই কারণেই তাঁকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন সুকান্ত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার মঙ্গলবার দুর্যোগের মধ্যে পড়েছিল। জলপাইগুড়ি থেকে বাগডোগরা যাওয়ার পথে মাঝ আকাশে আচমকা আবহাওয়া খারাপ হওয়ায় হেলিকপ্টারটির জরুরি অবতরণ করানো হয় সেবক এয়ার বেসে। কপ্টার থেকে নামার সময়ে চোট পান মুখ্যমন্ত্রী।
এরপর বিকেলে কলকাতায় নেমে সোজা এসএসকেএম হাসপাতালে চলে যান মমতা। উড বার্ন ওয়ার্ডে তাঁর চিকিৎসা হয়। এদিকে মুখ্যমন্ত্রীর এই চোট নিয়ে কটাক্ষ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘মাটিতে পা রেখে চলতে শিখুন। নির্বাচনের আগে দুর্ঘটনা কেন হয়?’