খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন, সোনারপুর: তিন বছর পর বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল গৃহবধূর দেহ! সিআইডির জেরায় স্ত্রীকে খুন করে তাঁর দেহ লুকিয়ে রাখার কথা অবশেষে স্বীকার করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম ভোম্বল মণ্ডল। তাঁর স্ত্রী মৃত মহিলার নাম টুম্পা মণ্ডল। ২০২০ সালের মার্চ মাস থেকে নিখোঁজ ছিলেন টুম্পা। টুম্পার বাবা লক্ষ্মণ হালদার মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখান থানায়। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে সোনারপুর থানার পুলিশ। গ্রেপ্তারও করা হয় টুম্পার স্বামী ভোম্বল মণ্ডলকে। কিন্তু গ্রেপ্তারির পরও টুম্পার কোনও খোঁজ পাওয়া যায়নি।
এরপর সঠিক প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় ভোম্বল। এরপর টুম্পার বাবা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলে গত ১৩ জুন বিচারপতি এই মামলার তদন্তের ভার সিআইডির হাতে দেয়। তদন্তকারী অফিসাররা ভোম্বলকে জিজ্ঞাসাবাদ শুরু করলে অবশেষে শুক্রবার স্ত্রীকে খুনের কথা স্বীকার করে ভোম্বল। জানায়, তিন বছর আগে স্ত্রী টুম্পাকে খুন করে তারপর সেই দেহ লুকিয়ে ফেলেছিল সোনারপুরের ভাড়া বাড়ির সেপটিক ট্যাঙ্কে। সেই ভাড়া বাড়িতে গিয়ে মৃত মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলার আবেদন করা হয়েছে।