স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দেহ বস্তাবন্দি করে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

26

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, কলকাতাঃ স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দেহ বস্তাবন্দি করে রেখে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বীরভূম জেলার মল্লারপুর থানার সোজ গ্রামের ঘটনা। অভিযুক্ত স্বামী সুফল মণ্ডল পলাতক। তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৃতার শাশুড়ি এবং ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৃতার নাম প্রিয়া মণ্ডল। বুধবার বিকেলে বাড়ি থেকে ওই বধূর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, গতকাল মল্লারপুর থানার পুলিশের কাছে খবর আসে সোজ গ্রামে এক জন গৃহবধূকে খুন করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়ির পাশের একটি জায়গায় সাদা বস্তার ভিতর থেকে দেহটি উদ্ধার করা হয়। সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাড়ির ভিতরে একাধিক জায়গায় রক্তের দাগ মিলেছে। দেহটির একাধিক জায়গাতেও গভীর ক্ষত ছিল। স্হানীয়দের অনুমান খুন করা হয়েছে ওই গৃহবধূকে। ঘটনায় মদত জুগিয়েছে মৃতার ননদ এবং শাশুড়ি। তবে কী কারণে এই খুন, তা স্পষ্ট নয়। দাম্পত্য কলহ, নাকি এই ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।