গৃহবধূকে খুন করে শ্মশানে নিয়ে গিয়ে পোড়ানোর চেষ্টা! ধৃত প্রেমিক

139

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ অগাস্ট, ডায়মন্ড হারবারঃ প্রেমিকাকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টায় শ্মশানে নিয়ে গিয়ে দেহ পোড়ানোর চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার আমতলার ঘটনা। শেষমেশ শ্মশান থেকে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও মহিলার প্রেমিকের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভে সামিল হলেন তাঁর পরিজন ও প্রতিবেশীরা।

ভাঙচুর করা হয় জয়ন্ত সাহা নামে ওই অভিযুক্তর বাড়ি। শেষপর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মৃতার নাম মৌসুমী সর্দার। জানা গেছে, আমতলা ঘোষপাড়ার বাসিন্দা মৌসুমীর সঙ্গে জয়ন্তর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। জয়ন্ত বিবাহিত এবং পেশায় একটি ওষুধের দোকানের মালিক।

বছর তিনেক আগে দু’জনেই সংসার ছেড়ে বেরিয়ে আসে। তারপর বিষ্ণুপুর থানা এলাকার খড়িবেড়িয়ায় ঘর ভাড়া করে থাকতে শুরু করে। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে মৌসুমীর মৃত্যু হয়। শুক্রবার তাঁর শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পরেই তাঁর আত্মীয় ও প্রতিবেশীরা স্থানীয় শ্মশানে ছুটে যান।

তাঁদের দাবি, ময়নাতদন্তের আগে শেষকৃত্য করা যাবে না। এক ঘণ্টার কাছাকাছি এই বিক্ষোভ চলে। খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পৌঁছে জয়ন্তকে গ্রেপ্তার করে। দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এদিকে মৌসুমীর মৃত্যুর খবরে ক্ষিপ্ত হয়ে স্থানীয় বাসিন্দারা

জয়ন্তর আমতলার দোকানে হামলা চালায় ও ভাঙচুর করে। যদিও জয়ন্তর দাবি, মৌসুমী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শনিবার মৌসুমীর ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।