খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্ট, কলকাতাঃ ৪ লক্ষের বিনিময়ে ২১ দিনের কন্যাসন্তানকে বিক্রির অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। কলকাতার আনন্দপুরের ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত মা সহ ছ‘জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুকন্যাকেও।
পুলিশ জানিয়েছে, তিন শিশুকে নিয়ে নোনাডাঙ্গা রেল কলোনির একটি বাড়িতে থাকতেন ওই মহিলা। তিনজনকেই নিজের সন্তান বলেই পরিচয় দিতেন তিনি। কিন্তু কয়েক দিন ধরেই তাঁর ২১ দিনের কন্যাসন্তানকে দেখতে পাওয়া যাচ্ছিল না বলে স্থানীয়দের দাবি। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে অভিযোগ জানান। তদন্তে নেমে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপরই টাকার বিনিময়ে সন্তান বিক্রির অপরাধের কথা সে স্বীকার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় জড়িত আরও পাঁচ জনকে। শিশুটিকে উদ্ধার করা হয়েছে বেহালা থেকে।
কল্যাণী গুহ নামের এক মহিলাকেও গ্রেপ্তার করে পর্ণশ্রী থানার পুলিশ। জানা গিয়েছে, মেদিনীপুরের বাসিন্দা কল্যাণী বিবাহিত এবং ১৫ বছর ধরে নিঃসন্তান। তার কাছ থেকেই কন্যাসন্তানকে উদ্ধার করে পুলিশ। কেন ওই মহিলা নিজের শিশুকে বিক্রি করেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, কয়েকদিন আগেই খড়দহ থানা এলাকায় একই ঘটনার খবর সামনে এসেছিল। নিজের কোলের সন্তানকে ২ লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল এক মহিলার বিরুদ্ধে। ফের কলকাতায় সেই ঘটনার পুনরাবৃত্তি হল।