খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ জুলাই, ধূপগুড়িঃ শুক্রবার সকালে বাজ পড়ে একটি গবাদি পশুর মৃত্যু হলো। একই সময়ে মাঠে কাজ করছিলেন দুই ব্যক্তি। ঘটনায় আংশিক আহত হন এক মহিলা। ধূপগুড়ি ব্লকের ঝার আলতা এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার বামনটারি এলাকার ঘটনা।
জানা গেছে অন্যান্য দিনের মতো এদিনও সকালে বামনটারি এলাকার বাসিন্দা ব্রজকান্ত রায় তার একটি গোরুকে জমিতে বাঁধতে নিয়ে যান। গোরু বেঁধে পাশেই জমিতে কাজ করছিলেন সস্ত্রীক ব্রজকান্ত বাবু। সেসময় আচমকা প্রচন্ড আওয়াজে বাজ পড়ে। মাটিতে পড়ে যায় গোরুটি। আহত হন ব্রজকান্ত বাবুর স্ত্রীও।
যদিও গরুটির মৃত্যু এবং স্ত্রী আহত হলেও ক্ষণিকের জন্য কিভাবে এই ঘটনা তা বুঝতে পারেননি ব্রজবাবু। তবে এদিন সকালবেলা বজ্রাঘাতে আরো বেশ কয়েকটি জায়গায় আহত এবং নিহতের খবর পাওয়া যাচ্ছে।