খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জুলাই, শিলিগুড়ি: দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকে স্কুটির ধাক্কায় আহত হলেন এক যুবতী। মঙ্গলবার এশিয়ান হাইওয়ে টু জাতীয় সড়কের বাগডোগরা কেষ্টপুর এলাকার ঘটনা। আহত যুবতীর নাম রাজিয়া খাতুন। তোতারাম নকশালবাড়ির বাসিন্দা তিনি।
জানা গিয়েছে, ইট বোঝাই ট্রাকটি খারাপ অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেই সময় বাগডোগরা থেকে নকশালবাড়ির দিকে স্কুটি নিয়ে যাচ্ছিলেন ওই যুবতী। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে স্কুটিটি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় স্কুটি। গুরুতর আহত যুবতীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্কুলে আসে বাগডোগরা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।