খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাই, তুফানগঞ্জ: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক যুবতী (২৯)। ওই যুবতির বাড়ি বক্সিরহাট থানার অধীন হরিপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের ৮ নং ওয়ার্ডের বাবুপাড়া এলাকায়।
ওই যুবতীর দাবি, প্রায় ছয় বছর ধরে দিবাকর বসাক নামে ওই যুবকের সাথে তাঁর প্রণয়ের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার তাঁরা শারিরীক সম্পর্কে জড়ায় বলেও অভিযোগ যুবতীর। এখন বিয়ে করতে নারাজ প্রেমিক।
তাই শেষমেষ বাধ্য হয়ে এদিন দিবাকর বসাকের বাড়ির সামনে ধর্নায় বসে যুবতী। ঘটনার সময় অভিযুক্ত দিবাকর বাড়িতে ছিলেন না। অভিযুক্তর দাদা শুভঙ্কর বসাক বলেন, “মেয়েটি আমার ভাইয়ের থেকে অনেক বড়। মেয়েটির সাথে যদি ভাইয়ের সম্পর্ক থাকে, তাহলে তার প্রমাণ দিক। সে আমার ভাইয়ের বিরুদ্ধে আইনি মামলা করেছে। আমরা এখন আইনকে সম্মান জানিয়ে আইনি পথে চলবো। আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। আমার ভাইয়ের সাথে তাঁর বিয়ে দেবো না।”
বেলা আড়াইটা অবধি ওই যুবতী প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন। তখনও ঘটনাস্হলে পুলিশ এসে পৌঁছায়নি।