খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ অগাস্ট, কলকাতাঃ খাস কলকাতায় তরুণীর উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার সকালে গল্ফগ্রিনের রিজেন্ট কলোনি এলাকার ঘটনা। তরুণীর হাত, গালে আঘাত লেগেছে বলে জানা গেছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, অভিযুক্ত যুবককে পাকড়াও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গল্ফগ্রিন থানায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, ওই তরুণী তাঁর প্রাক্তন প্রেমিকা বলে দাবি করেছেন অভিযুক্ত যুবক। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবক অভিজিৎ সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আক্রান্ত যুবতী অঞ্জলি দাসের। প্রেমিকাকে আঘাত করার কথা স্বীকার করেছেন ওই যুবক। ধৃতের দাবি, তাঁর পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন প্রেমিকা অঞ্জলি। বারবার ফেরত চাইলেও পাননি। সে কারণেই সাত সকালে বান্ধবী অঞ্জলির বাড়িতে চড়াও হন যুবক। তারপর রাস্তায় নিয়ে গিয়ে মারতে থাকেন।
ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন যুবতীর প্রাক্তন স্বামী। তিনি এসে কোনও ক্রমে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারটি সেলাই করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তরুণীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।