বড়ঞায় অজ্ঞাত পরিচয় যুবতীর মুন্ডুহীন অর্ধনগ্ন দেহ উদ্ধার

23

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ অগাস্ট, বহরমপুরঃ অজ্ঞাত পরিচয় এক যুবতীর মুন্ডুহীন অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় রবিবার শোরগোল পড়ল মুর্শিদাবাদের বড়ঞা থানার বিছুর গ্রামে। এদিন গ্রামের পুকুর থেকে দেহটি উদ্ধার হয়েছে।

গ্রামবাসীদের অনুমান ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবতীর বয়স ১৮-২০ বছরের মধ্যে। দেহ উদ্ধারের সময় তাঁর বুকে ধারাল অস্ত্রের ক্ষত ছিল। গলা থেকে মাথা আলাদা ছিল। তাঁর মাথার খোঁজ এখনও মেলেনি। জানা যায়নি যুবতীর পরিচয়ও।

শনিবার রাতে অজ্ঞাত পরিচয় ওই যুবতীকে কয়েকজন এক অজ্ঞাত পরিচয় যুবকের সাথে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল বলে গ্রামবাসীদের দাবি। তবে নিহত ওই তরুণী এবং অজ্ঞাত ওই যুবক স্থানীয় কোনও গ্রামের বাসিন্দা নন বলেই এলাকাবাসীর বক্তব্য।

তৃণমূল কংগ্রেসের কল্যাণপুর -২ অঞ্চল সভাপতি চিন্ময় রায় জানান, বিছুর গ্রামে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। নৃশংস এই খুনের পর গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন। রবিবার সকালে গ্রামের বেশিরভাগ লোকই পথে নামেননি। ‘বড়ঞা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।