খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ নভেম্বর, বর্ধমানঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উদ্ধার হল যুবতীর পচাগলা দেহ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের লহর বা জলাশয় থেকে দেহটি উদ্ধার হয়েছে। মৃত যুবতীর পরিচয় জানা যায়নি। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মীরাই গোলাপবাগ ক্যাম্পাসের লহরে তরুণীর পচাগলা দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কীভাবে তরুণীর দেহ লহরে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
ওই যুবতী আদৌ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই দেহ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মী বা পড়ুয়ার নয়। জলাশয় বা লহরের একটা অংশ অসুরক্ষিত।