খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ জুলাই, কলকাতা: কলকাতার হোটেলে রহস্যমৃত্যু হল এক মহিলার। পাশে সংজ্ঞাহীন অবস্হায় পাওয়া গিয়েছে তাঁর মেয়েকেও। বুধবার মাঝরাতে কিড স্ট্রিটের একটি হোটেল থেকে সংজ্ঞাহীন অবস্থায় মা-মেয়ের দেহ উদ্ধার করা হয়।
তড়িঘড়ি করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় দু’জনকে। চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মেয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন।হোটেল ও পুলিশ সূত্রে খবর, দীর্ঘক্ষণ ধরে ঘর থেকে সাড়াশব্দ না পেয়ে কর্মীরা ডাকাডাকি শুরু করেন।
দরজা না খোলায় ডুপ্লিকেট চাবি দিয়ে কর্মীরাই ঘর খোলেন। দেখেন, বিছানায় অচৈতন্য অবস্থায় দুজন পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে পার্ক স্ট্রিট থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, কলকাতার হরিদেবপুরের পশ্চিম পুটিয়ারীর বাসিন্দা তাঁরা। ওই হোটেলের ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, মানসিক অবসাদ এবং আর্থিক সমস্যার কারণে ঘুমের ওষুধ খেয়ে মা-মেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ আরও জানিয়েছে, মাস খানেক ধরেই শহরের ওই হোটেলে থাকতেন মা ও মেয়ে পলি মিত্র ও শিখা মিত্র। অভাব ও মানসিক অবসাদের জেরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা বলে অনুমান। তবে আদৌ আত্মহত্যা না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।