কোচবিহার, ৬ সেপ্টেম্বরঃ শহরের অবকাঠামো উন্নয়নে আরও এক পদক্ষেপ নিল কোচবিহার পৌর এলাকা। শনিবার ১৬ নম্বর ওয়ার্ডের ঐতিহ্য ভবন বাইলেন এলাকায় নতুন রাস্তার কাজের সূচনা হলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে।
এদিন কাজের অগ্রগতি ঘুরে দেখেন একাকার কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক। তিনি জানান, দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ রাস্তার সমস্যায় ভুগছিলেন। নতুন রাস্তা হলে সেই সমস্যা মিটবে এবং যাতায়াত অনেক সহজ হবে। কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও।
তাঁদের মতে, বহুদিনের দাবি অবশেষে পূরণ হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রকল্প সম্পূর্ণ হলে এলাকার যাতায়াত ব্যবস্থায় বড়সড় উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বাসিন্দারা।