খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ জুলাই, শিলিগুড়ি: দুর্ঘটনা রুখতে এবারে নতুন উদ্যোগ শিলিগুড়ি পুরনিগমের। শিলিগুড়িতে ভূগর্ভস্থ বিদ্যুৎ পরিষেবার কাজ শুরু হবে শীঘ্রই। বুধবার রাজ্য বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।
বৈঠক শেষে মেয়র জানান, বিদ্যুতের তার উপরে থাকায় নানান সমস্যায় পড়তে হয় শহরবাসীকে। এরফলে যানযটের সমস্যাও হয়। হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড সহ শহরের ১৬টি ওয়ার্ডের বেশকিছু অংশকে এর আওতায় আনা হবে।এর ফলে বিদ্যুৎ বন্টন যেমন সুষ্ঠভাবে হবে তেমনই সৌন্দর্যায়ন বৃদ্ধি ও যানজট সমস্যা কিছুটা হলেও কমবে।
প্রসঙ্গত, শহর শিলিগুড়ির সৌন্দর্যায়ন ও দুর্ঘটনা রুখতে বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তার উপর থেকে বিদ্যুৎ এর তার সরিয়ে তা ভূগর্ভস্থ করার পরিকল্পনা নেওয়া হয় শিলিগুড়ি পুরনিগমের তরফে। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হল। শীঘ্রই শিলিগুড়ির রাস্তার ওপর থেকে বিদ্যুতের তার সরিয়ে তা ভূগর্ভস্থ হবে।