খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ জুলাই, শিলিগুড়ি: মহিলা কর্মীদের সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগ উঠল এনজেপি রেল হাসপাতালের সিএমএস এর বিরুদ্ধে। প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন হাসপাতালের কর্মীরা। হাসপাতালের কর্মীদের অভিযোগ, এনজেপি রেল হাসপাতালে সিএমএস এর দায়িত্ব পাওয়ার পর থেকেই হাসপাতালের মহিলা কর্মীদের সঙ্গে অশালীন ব্যাবহার করছেন তপন কুমার মাঝি। শুধু তাই নয় অন্যান্য কর্মীদের সঙ্গেও বাজে ব্যবহার করেছেন ওই সিএমএস। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান এনজেপি রেল হাসপাতালের কর্মীরা।
পাশাপাশি বিক্ষোভকারীরা সিএমএস তপন কুমার মাঝিকে রেল হাসপাতাল থেকে হাঁটিয়ে রেল আধিকারিকের দপ্তরে নিয়ে যান। সেখানেই তাঁর বদলির দাবি জানান তাঁরা। রেল আধিকারিকের দপ্তরে পৌঁছেও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান হাসপাতালের কর্মীরা। অবশেষে রেলের তরফে তপন কুমার মাঝিকে বদলি করার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। যদিও সিএমএস তপন কুমার মাঝি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।