খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জুলাই, দক্ষিণ দিনাজপুর: জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ রোধ এবং আন্তর্জাতিক নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা ডি এল এস আর সেক্রেটারি শ্রীমতী সঞ্চিতা চ্যাটার্জি, নীহার রায় সহ বিশিষ্ট জনেরা।
কর্মশালায় মূলত হিলি সীমান্তের আন্তর্জাতিক নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ক বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাল্যবিবাহ রোধ বিষয়ে স্থানীয় নারী ও বাসিন্দাদের নিয়ে আলোচনা হয়। শুধু তাই নয় প্রশ্নোত্তর পর্বও চলে কর্মশালায়।
যেখানে একাধিক বিষয় ও সমস্যার কথা শুনে সমাধানের পথ দেখানো হয়। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হিলি এলাকার নির্যাতিত নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ে কাজ করা সংগঠনগুলি। এই ধরনের কর্মশালা হলে এলাকার নারী ও শিশুদের আইনি পরিষেবা পেতে ব্যাপক সুবিধা হবে বলেও তারা জানিয়েছেন।