নিউটাউনে তৈরি হবে ‘বিশ্ব অঙ্গন’, রাজ্যে দ্রুত শিল্পায়নেই লক্ষ্যে, কর্মসংস্থানে উদ্যোগী মুখ্যমন্ত্রী

31

কলকাতা, ১৪ মেঃ ক্ষমতায় আসার পর থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। তার ফলে বিনিয়োগ আসছে। বাড়ছে রাজ্যের আয়। বিদেশ থেকেও লগ্নি এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউন এলাকায় ২৫ একর জমিতে ইন্টারন্যাশানাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি হবে। ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ইকো পার্ক, নিকো পার্ক নয়, এবার আইটেক পার্ক। পিপিপি মডেলে হবে এই পার্ক।

বুধবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘হিডকো-র সঙ্গে পিপিপি মডেলে নিউটাউন এলাকায় ২৫ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফর্মেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করা হবে। বাংলায় এর নাম, বিশ্ব অঙ্গন। সরকারের দিক থেকে এর জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই বুধবার করে দেওয়া হয়েছে। এখানে আন্তর্জাতিক মানের প্রচুর অনুষ্ঠান হবে।’

শিল্পায়নকে এগিয়ে নিয়ে যেতে এর আগেও রাজ্যের তরফে একাধিক জায়গা চিহ্নিত করে সেখানে তৈরি করা হয়েছে প্রয়োজনীয় পরিকাঠামো। এদিন মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর-সহ আরও কয়েকটি জেলায় ১০টি ‘ইন্ডাস্ট্রিয়াল প্লট’-এ শিল্প গড়ে তুলতে বিভিন্ন সংস্থাকে বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ২৫১৫ একর জমিতে বিনিয়োগ হবে ২৫,০০০ কোটিরও বেশি টাকা। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭০,০০০কর্মসংস্থান হবে। এগুলি অধিকাংশই ‘স্কিল ইন্ডাস্ট্রি’ বলে জানিয়েছেন তিনি।

স্বনির্ভর গোষ্ঠীর উন্নতির জন্যও নেওয়া হয়েছে পদক্ষেপ। এই গোষ্ঠী যাতে তাদের উৎপাদিত পণ্য আরও বেশি বাজারজাত করতে পারে সেজন্য ২৩টি জেলায় ২৩টি শপিং মল তৈরি হবে। রাজ্য জমি দিলেও মল তৈরি করবে বেসরকারি সংস্থা। সেখানে ২টি তলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকবে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিঘাতেও জমি খোঁজ করা হচ্ছে বড় বাজার তৈরি করার জন্য।