খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ নভেম্বর, আহমেদাবাদঃ রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি ভারত–অস্ট্রেলিয়া। মেগা ডুয়েলের প্রাক্কালে প্রবল মহার্ঘ আহমেদাবাদ। হোটেল ভাড়া থেকে সেখানে পৌঁছনোর বিমানের টিকিট, সবই যেন আকাশ ছুঁয়েছে। হোটেলে নেই জায়গা।
রবিবার ম্যাচের দিন রাতে পাঁচতারা হোটেলে রুমের ভাড়া ১.২৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকায় পৌঁছে গেছে। গুজরাটের হোটেল ও রেস্তরাঁ সংস্থার সভাপতি নরেন্দ্র সোমানি জানান, ‘শুধু ভারত নয়, বিদেশ থেকেও মানুষ এসেছেন খেলা দেখতে। আর গুজরাটে তিনতারা ও পাঁচতারা হোটেলে সর্বসাকুল্যে ঘর রয়েছে ৫ হাজার। আর গোটা গুজরাটে সংখ্যাটা ১০ হাজার। সেখানে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আসন সংখ্যা ১ লক্ষ ২০ হাজার। আর খেলা উপলক্ষ্যে বাইরে থেকে আসছেন অন্তত ৩০ থেকে ৪০ হাজার দর্শক।
এই পরিস্থিতিতে হোটেলের চাহিদা বাড়ায় দামও বেড়েছে।
তিনতারা হোটেলে ৫০ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকায় মিলছে একটি ঘর। এই পরিস্থিতিতে শুধু আমেদাবাদ নয়, পার্শ্ববর্তী শহরেও হোটেল রুমের ভাড়া ২ লক্ষ টাকায় গিয়ে ঠেকেছে। এমনি সময়ে ৩ থেকে ৪ হাজারে যে ঘর পাওয়া যায় এখন তা মিলছে ২০ হাজারে। আমেদাবাদ আসার বিমান ভাড়া যেখানে ৫ হাজার, এখন তা ১৬ থেকে ২৫ হাজার পর্যন্ত গিয়ে ঠেকেছে। তবুও দর্শকরা নাছোড়বান্দা। মাঠে বসে চাক্ষুস করতে চান ফাইনাল।
ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাঁকজমকপূর্ণ নানান অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানের সেরা আকর্ষণ হতে চলেছে ভারতীয় বায়ুসেনার ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের’ শো। মোট ৯টি বিমান আকাশে নানাবিধ ফর্মেশন সৃষ্টি করবে। ফাইনাল শুরুর আগে আমেদাবাদের আকাশে দশ মিনিট পারফর্ম করবে ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিম’। ফাইনালে অন্যতম আকর্ষণ হতে চলেছে সুরকার প্রীতমের লাইভ পারফরম্যান্স। তাঁর সঙ্গে পারফর্ম করবেন পাঁচশোর বেশি নৃত্যশিল্পী ও আরও অনেকে। প্রীতম ছাড়াও পারফর্ম করবেন জনিতা গান্ধি, নাকাশ আজিজ, অমিত মিশ্র, আকাসা সিং, তুষার যোশি।