খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ সেপ্টেম্বর, নয়াদিল্লি: কংগ্রেসে যোগ দিলেন ভারতের দুই কুস্তিগীর ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া। বুধবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পরে কংগ্রেসে যোগ দিয়েছেন তাঁরা। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হবেন দুই কুস্তিগির। কংগ্রেস সূত্রে খবর, হরিয়ানার ঝুলনা আসনে প্রার্থী হতে পারেন ভিনেশ। ওই আসনটি বর্তমানে জননায়ক জনতা পার্টির দখলে।
অন্যদিকে, পুনিয়া প্রার্থী হবেন বদলি আসনে। কংগ্রেসেরই দখলে রয়েছে আসনটি। ৫ অক্টোবর ৯০ আসনের হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ। সেই রাজ্যের বর্তমান শাসকদল বিজেপিকে টক্কর দিতে আম আদমি পার্টির সঙ্গে জোট নিয়ে আলোচনা শুরু করেছে কংগ্রেস। তবে আপের সঙ্গে জোট নিয়ে দোনামোনা করছে হরিয়ানার একাধিক কংগ্রেস নেতা।
জানা গিয়েছে, হরিয়ানায় ১০টি আসনে লড়তে চায় আপ। তবে কংগ্রেস নেতৃত্ব সাতটির বেশি আসন দিতে প্রস্তুত নয়। রাজনীতির কারবারিরা বলছেন, এই পরিস্থিতিতে এই দুই তারকা কুস্তিগির কংগ্রেসে যোগ দেওয়ায় হাত শিবিরের শক্তি বাড়ল। ফলে আপের সঙ্গে আসনরফা নিয়ে কংগ্রেসের সুবিধা হবে।
হরিয়ানার কৃষকদের টানা আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ফোগাট। ফলে কৃষকদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। যার সুফল দল পাবে বলে কংগ্রেস নেতৃত্ব মনে করছে। প্রসঙ্গত, ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট। কিন্তু, ফাইনাল ম্যাচে খেলতে নামার আগে তাঁকে অলিম্পিক্স কমিটির পক্ষ থেকে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়।
ফাইনাল ম্যাচের আগে ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এরপর ভিনেশ বিশেষ আদালতে রুপোর পদকের জন্য আবেদনও করেছিলেন। কিন্তু, তাঁর সেই আবেদনে সাড়া দেওয়া হয়নি। শেষপর্যন্ত খালি হাতেই তাঁকে দেশে ফিরতে হয়।