খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, দিল্লিঃ এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে গোটা উত্তর ভারত জুড়ে। লাগাতার বৃষ্টির জেরে এবার বাড়তে শুরু করেছে যমুনা নদীর জল। ফলে দিল্লিতে জারি হয়েছে সতর্কতা। কেন্দ্রীয় জল কমিশন (CWC)-এর রিপোর্ট অনুসারে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত যমুনা নদীর জল বিপদসীমা ২০৫.৩৩ মিটার অতিক্রম করে ২০৬.৩২ মিটার দিয়ে বইছে।
পরিস্থিতি মোকাবিলায় নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে। ঝুঁকি এড়াতে নর্দান রেলওয়ের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সড়কপথে যান চলাচলও বন্ধ রয়েছে। উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টানায়বৃষ্টিতে যখন নদীতে জল বাড়ছে, সেই সময় পুরনো যমুনা সেতুর নিকটবর্তী যমুনা বাজার এলাকায় জল জমতে শুরু করেছে। ফলে গোটা এলাকায় জারি করা হয়েছে কড়া সতর্কতা। এই পরিস্থিতিতে দিল্লিতে যমুনা নদীর উপর থাকা পুরনো রেলব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ হাথনিকুণ্ড বাঁধ থেকে 2 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ায় এই পরিস্থিতি বলে জানিয়েছে প্রশাসন ৷
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, পরিস্থিতি মোকাবিলায় যমুনা নদী সংলগ্ন নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। এখনও পর্যন্ত ৪১ হাজার মানুষকে ত্রাণ শিবিরে সরানো হয়েছে। প্রয়োজনে আরও বাসিন্দাদের সরানো হতে পারে। বন্যা-প্রবণ এলাকায় ১৬টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তবে, শুধু দিল্লি নয়, উত্তরাখণ্ডের দেরাদুনের বিকাশনগরেও যমুনা নদীর জল বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে।