খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ জুলাই, নয়াদিল্লি: বিপদসীমা আগেই ছাড়িয়ে গিয়েছিল। ৪৫ বছরের রেকর্ড ভেঙে বৃহস্পতিবার আরও বাড়ল যমুনার জলস্তর। বৃহস্পতিবার সকাল ৭টায় জলস্তর পৌঁছে গিয়েছে ২০৮.৪৬ মিটার। সকাল ৮টা নাগাদ এই জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ২০৮.৪৮ মিটার। বৃষ্টির দাপট কমলেও, যমুনার জলস্তর বেড়ে যাওয়ায় দিল্লিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নিচু এলাকা ছাপিয়ে জল ঢুকছে শহরেও। প্লাবিত হয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির এলাকাও। এই অবস্হায় হাই অ্যালার্ট জারি হয়েছে রাজধানীতে।
হরিয়ানার হাথনিকুন্ড বাঁধ থেকে আরও জল ছাড়ায় বিপদসীমার তিন মিটার ওপরে বইছে যমুনা।
ইতিমধ্যেই মনাস্ট্রি মার্কেট, কাশ্মীরি গেট, রিং রোডে বাসিন্দাদের ঘরে জল ঢুকতে শুরু করেছে। সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ চলছে। এই অবস্হায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে কেজরিওয়ালের আর্জি, যাতে হাথনিকুন্ড থেকে কম জল ছাড়া হয়। পাশাপাশি যমুনা নদীর তীরের কাছে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১৬ হাজারের বেশি বাসিন্দাকে উঁচু জায়গায় নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের কাছেও আর্জি করা হয়েছে, হিমাচল থেকে হরিয়ানায় জল ছাড়া কমানোর জন্য। বন্যাপ্রবণ এলাকাগুলিতে দিল্লি পুলিশ ১৪৪ ধারা জারি করেছে।