পাচারের আগেই লক্ষাধিক টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত

43

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৩ জুলাই, কোচবিহার: গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের  কামাখ্যাগুড়ি ওয়েস্ট মোবাইল রেঞ্জের কর্মীরা আলিপুরদুয়ার ও কোচবিহার সীমান্তের অন্তর্গত ফলিমারী এলাকা থেকে রায়ডাক নদী দিয়ে পাচারের পথে বিপুল পরিমাণে চোরাই কাঠ উদ্ধার করল। জানা গিয়েছে, বনদপ্তরের কাছে গোপন সূত্র মারফত খবর আসে এবং তার পরেই তারা আজ এই অভিযান চালায়।

এদিনের এই অভিযানের নেতৃত্ব দেন  কামাখ্যাগুড়ি ওয়েস্ট মোবাইল রেঞ্জ অফিসার রানা গুহ  সহ বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা। তারা জানান এই দিনের এই অভিযানের মধ্য দিয়ে  ২৫ সিএফটি সেগুন কাঠের লগ উদ্ধার করা হয়  যার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। এ ধরনের অভিযান লাগাতার চলবে বলে বনদপ্তর জানিয়েছে।