রায়গঞ্জের দাবাং পুলিশের পাশে দাঁড়ালেন যোগী রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বনোয়ারি লাল ভার্মা

142

জলপাইগুড়ি, ১৯ জানুয়ারিঃ রায়গঞ্জের দাবাং পুলিশের পাশে দাঁড়ালেন যোগী রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বনোয়ারি লাল ভার্মা। শনিবার পুলিশের গুলিতে নিকেশ হয় ফেরার খুনি সাজ্জাক।পুলিশের উপর গুলি চালিয়ে লুকিয়ে ছিলো দুর্ধর্ষ এই অপরাধী। এদিন তাকে খুঁজে বের করে পুলিশ। পুলিশ কে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা এনকাউন্টারে তাকে খতম করে পুলিশ। এদিন জলপাইগুড়ি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কুকুরজান গ্রাম পঞ্চায়েতের সংবিধান গৌরব সভায় যোগদেন ক্রেতা সুরক্ষা,খাদ্য, গনবণ্টন দপ্তরের মন্ত্রী।

সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশের হাত বেধে রাখা উচিত নয়।পুলিশ আত্মরক্ষার্থে বাধ্য হয়েই এনকাউন্টার করে। তার মতে পুলিশ হোক বা অন্য কোনও বাহিনী তাকে এক্ষেত্রে স্বাধীনতা দেওয়া উচিত। তার মতে উত্তরপ্রদেশে আইনের স্বাধীনতা রয়েছে। পশ্চিমবঙ্গেও এই ধরনের শাসন জরুরি।