কোচবিহার, ১৪ জানুয়ারিঃ ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পথে নামলেন তৃণমূল কংগ্রেস। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির সাথে কর্মীদের সচেতন ও মনোবল বাড়ানো জন্য বিভিন্ন ব্লকে ব্লকে কর্মীসভা করছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যকে সামনে রেখে দিনহাটা বিধানসভার দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাটে অনুষ্ঠিত হলো দিনহাটা ৭ নম্বর বিধানসভা ভিত্তিক কর্মীসভা। সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলের চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মণ, মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, সিতাইয়ের বিধায়িকা সঙ্গীতা রায় সহ অন্যান্য দলের নেতৃত্বরা। যদিও ওই কর্মী কনভেনশনে ডাক পান নি তৃনমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্য তৃনমূলের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, পার্থ প্রতিম রায় সহ তার অনুগামীরা। যা থেকেই বোঝা যাচ্ছে ফের নতুন করে তৃনমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।
এদিন ওই কর্মী কনভেনশনে আদি ও নব্য তৃণমূল নিয়ে বিতর্ক উসকে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটার নয়ারহাটে তৃণমূলের বিধানসভা ভিত্তিক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘একদিকে বলবেন ১৯৯৮ সাল থেকে তৃণমূল করি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা প্রার্থীকে মানবেন না। ২০২১ সালে যখন প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করা হয়েছিল,তখন এই নয়ারহাটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা। যাঁরা এমনটা করবেন,তাঁদের দলের মধ্যে কোণঠাসা করতে হবে।’’
অন্যদিকে সভায় ডাক না পাওয়া রবি অনুগামীদের মধ্যে কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়া তার ফেসবুকে পোস্টে রবীন্দ্রনাথ ঘোষ, পার্থ প্রতিম রায়, খোকন মিয়া এবং পরিমল বর্মণের ছবি দিয়ে লিখেছেন, আমরা ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর সেই ছবি দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন মন্ত্রী উদয়ন গুহ। সেই ফেসবুক নিয়ে কটাক্ষ করেন উদয়ন৷
সেই পোস্ট নিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন,‘‘কালকে একজনকে দেখলাম ফেসবুকে পোস্ট করেছেন। চারজনের ছবি দিয়ে লিখেছেন আমরা ভীম, অর্জুন,নকুল,সহদেব। আপনাদের যুধিষ্ঠির হওয়ার মতো সততা নেই,সৎ সাহস নেই। তাই আপনারা ভীম অর্জুন নকুল সহদেব হয়ে থাকুন। আমরা যুধিষ্ঠির হবো। আপনার পছন্দের লোক জেলা তৃণমুল সভাপতির চেয়ারে না-বসলে,আপনি সাংসদ নির্বাচনে টিকিট না-পেলে যে সাংসদ হবে সে ভালো নয়,তাঁর বিরোধিতা করবে৷ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’’
দলের জেলা নেতাদের একাংশকে আক্রমণ করে তিনি জানান,কোচবিহারে কিছু নেতা রাস্তায় নেমে পড়েছেন, তাঁরা চেষ্টা করছেন কী করে দলের জেলা-স্তরের নেতাদের ছোট করা যায়৷ কোন এলাকায় কাকে প্রার্থী করা যায়, তার তালিকা তৈরি করছেন। এরা ভালো করছেন না। উদয়নের এই বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে জেলা তৃণমূলে।