খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জুলাই, মালদা: এক বিধবা মহিলাকে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এমন কি এই বিষয়টি কাউকে জানালে ওই মহিলাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ। পুরাতন মালদার মৌলপুর এলাকার ঘটনা।
অবশেষে নির্যাতিতা ওই মহিলা মঙ্গলবার পুরাতন মালদা থানায় ওই যুবকের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুরাতন মালদা থানার পুলিশ। মঙ্গলবার ধৃত যুবককে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।