খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জুলাই, শিলিগুড়ি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তের নাম দীপজ্যোতি চৌধুরী।
জানা গিয়েছে, সোমবার রাতে মহিলা থানায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা এক যুবতী। তাঁর অভিযোগ, ২০১৫ সালে দীপজ্যোতি চৌধুরী নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়।এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীপজ্যোতি যুবতীকে জানায়, ২০২৩ সালের মধ্যে স্বাবলম্বী হয়ে বিয়ে করবে যুবতীকে। এদিকে অভিযোগ,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার যুবতীর সঙ্গে সহবাস করে দীপজ্যোতি। এরমধ্যেই যুবতী গর্ভবতী হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দিতে থাকে। অভিযোগ, এরপরই জোর করে যুবতীর গর্ভপাত করায় দীপজ্যোতি।
অবশেষে পুলিশের দ্বারস্থ হয় যুবতী ।সোমবার রাতে শিলিগুড়ি মহিলা থানায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুবতী।অভিযোগের ভিত্তিতে রাতেই প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ।মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ।