খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ জুলাই, শিলিগুড়ি: পাচারের আগেই ২৫ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতের নাম পঙ্কজ বসাক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির টিকিয়াপাড়ার বাসিন্দা পঙ্কজ কোচবিহার থেকে গাঁজা পাচারের উদ্দেশ্যে শিলিগুড়িতে নিয়ে আসছিল।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ পঙ্কজকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।