খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জুলাই, মালদা: চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও এক যুবক। তাকে পুলিশের হাতে তুলে দিল ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে, মালদা নিয়ন্ত্রিত বাজারে। জানা গিয়েছে, কয়েকজন যুবক চারটি কাজু ভর্তি টিন নিয়ে পালাচ্ছিল। ব্যবসায়ীরা তাড়া করে একজনকে ধরে ফেলে। ব্যবসায়ীরা তিনটি কাজুর টিন উদ্ধার করলেও একটি টিন উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ। তারা ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
মালদা নিয়ন্ত্রিত বাজারের ফল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গৌতম সাহা জানিয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। মাঝেমধ্যে বাজারে চুরির ঘটনা ঘটে। এদিন চারটি কাজুর টিন চুরি করে নিয়ে পালাচ্ছিল কয়েকজন যুবক। একটি কাজুর টিনের দাম প্রায় সাত হাজার টাকা।