অতি বৃষ্টিতে ভোগান্তি অসহায় পরিবারগুলোর, পাশে দাঁড়ালেন যুব তৃণমূল নেতা শাহিন আলম

40

মাথাভাঙ্গা, ৪ আগস্ট: গত কয়েকদিন ধরে টানা অতি ভারী বৃষ্টিতে ভোগান্তির শিকার জেলার একাধিক অঞ্চল। মাথাভাঙ্গা মহকুমার বিভিন্ন এলাকাও এই দুর্যোগের বাইরে নয়। বিশেষত দিনমজুর খেটেখাওয়া মানুষের ঘরবাড়িতে জল পড়ার ফলে তাঁদের জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মাথাভাঙ্গা ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শাহিন আলম। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তিনি ত্রিপল কিনে শিকারপুর সহ আশেপাশের গ্রামের অসহায় পরিবারগুলোর হাতে তা তুলে দেন। জানা গিয়েছে, ওই পরিবারগুলোর অনেকেই কিছুদিন আগে থেকেই শাহিন আলমের সঙ্গে যোগাযোগ করেছিলেন ত্রিপলের জন্য। কিন্তু বৃষ্টির প্রকোপ বাড়তেই দ্রুত উদ্যোগ নেন তিনি।

শাহিন আলম বলেন, “এই মানুষগুলো দিন আনে দিন খায়। এখন বৃষ্টিতে তাঁদের মাথার ছাদও ভেঙে পড়েছে। প্রশাসনিক সহায়তা পৌঁছনোর আগেই, আমি চেষ্টা করেছি নিজে কিছু করার। এটা আমার দায়িত্ব বলে মনে করি।”*

এদিন তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে ত্রিপল পৌঁছে দেন, যাতে মানুষজন অন্তত মাথার উপর অস্থায়ী ছাদ পেতে কিছুটা হলেও স্বস্তি পান। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

অনেকেই জানান, প্রশাসনের সহায়তা না পেলেও এমন একজন নেতার পাশে পাওয়া তাঁদের ভরসা জোগাচ্ছে। এই ধরনের মানবিক উদ্যোগ অন্যান্য জনপ্রতিনিধিদেরও অনুপ্রাণিত করবে বলেই মত এলাকাবাসীর। পাশাপাশি, প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি উঠেছে।