পুঞ্চে বায়ুসেনার কনভয়ে সন্ত্রাসী হামলায় শহিদ ১ জওয়ান, আহত আরও ৫

0
45

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ মে, শ্রীনগরঃ ভোটের আবহে রক্ত ঝরল উপত্যকায়। জম্মু ও কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে সন্ত্রাসী হামলায় শহিদ হলেন এক জওয়ান। আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চের সুরানকোট এলাকায়। বায়ুসেনার এক গাড়ি-সহ জওয়ানদের কনভয় যাচ্ছিল।

আচমকা ওই এলাকার একটি স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় কনভয়ে হামলা করে জঙ্গিরা। গুলিতে আহত হন ৫ জওয়ান। সঙ্গে সঙ্গে তাঁরাও পাল্টা হামলা চালান। কয়েক মিনিটের হামলার পর জঙ্গিরা পালিয়ে যায়। গাড়ির উইন্ডশিল্ডেই কমপক্ষে এক ডজন গুলির চিহ্ন মিলেছে। এদিকে আহত ৫ জওয়ানের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হামলার পর থেকেই ওই এলাকায় তৎপর হয়ে উঠেছে নিরাপত্তাবাহিনী। হামলার পরপরই স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের তরফে শুরু করা হয় তল্লাশি। জঙ্গিদের ঘাঁটি খুঁজতে পথে নামেন নিরাপত্তারক্ষীরা। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ তল্লাশি অভিযান চলছে। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনিতল্লাশি চালাচ্ছেন জওয়ানেরা।

এদিকে এই ঘটনা ২০১৯ সালের পুলওয়ামা হামলার স্মৃতি উসকে দিয়েছে। সে বছরও ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন ৪০ এর বেশি জওয়ান। জানা গিয়েছে, পুঞ্চে কাজ সেরে বায়ুসেনা ঘাঁটিতে ফিরছিল জওয়ানদের ওই গাড়ি। ফেরার পথেই এই হামলা। মনে করা হচ্ছে, পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। আগে থেকে ওই এলাকায় ঘাপটি মেরে লুকিয়ে ছিল জঙ্গিরা। সেনার পাল্টা গুলিতে কোনও জঙ্গি জখম কি না, তা স্পষ্ট নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here