টেট পিছু ২৫ কোটি লাভ হয় রাজ্যের, অঙ্ক কষে হিসাব দিলেন শুভেন্দু

0
154

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ সেপ্টেম্বর, কলকাতাঃ বুধবারই চলতি বছরের টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আগামী ১০ ডিসেম্বর নেওয়া হবে টেট পরীক্ষা। আর এরই মধ্যে চলতি বছরের টেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজের এক্স হ্যান্ডেলে শনিবার শুভেন্দু লেখেন, “মনে হচ্ছে টেটের নামে টাকা তোলার দারুণ ফন্দি খুঁজে পেয়েছে রাজ্য সরকার। অথচ কাউকেই নিয়োগ করা হবে না।” অঙ্ক কষে শুভেন্দু দাবি করেছেন, পরীক্ষার ফি বাবদ গড়ে ৪০০ টাকা করে নেবে রাজ্য সরকার। কমবেশি ৭ লক্ষ পরীক্ষার্থীর কাছ থেকে ২৮ কোটি টাকা তোলা হতে পারে। পরীক্ষা নিতে সবমিলিয়ে খরচ হবে তিন কোটি। রাজ্যের তাহলে লাভ থাকছে ২৫ কোটি।

শুভেন্দুর অভিযোগ, পরীক্ষা নেওয়ার নাম করে আসলে টাকা রোজগার করবে রাজ্য। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত যত টেট হয়েছে, তার ফর্ম ছিল ১৫০ টাকা। কিন্তু এবারে টেটের ফর্মের দাম পাঁচশো টাকা। আর এই বিষয়টিকে সামনে রেখেই এ কথা বলছেন শুভেন্দু অধিকারী। ১৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ঘোষণা করেছেন, ১০ ডিসেম্বর টেট নেওয়া হবে। সেই সঙ্গে এও বলেছেন, নিয়োগ না হলেও প্রতিবছর টেট হবে।’

প্রসঙ্গত এর আগেও একটি সভা থেকে এই একই অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। তিনি অভিযোগ করেন, “লাভের টাকা চোর শিক্ষকদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা লড়ার ক্ষেত্রে কাজে লাগাবে। টেট হবে, কিন্তু চাকরি হবে না।”

গৌতম পালের বক্তব্যের বাখ্যা দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়,’২০২২ সালে টেট পরীক্ষা হয়েছিল ৫ বছর পরে। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর ১ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। তাঁদের এখনও নিয়োগ হয়নি। পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে নিয়োগের কোনও ইচ্ছা তাদের নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here