হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে একই স্কুলের ৩৬ শিক্ষক-শিক্ষিকার, পঠনপাঠন নিয়ে উদ্বেগ

0
125

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ এপ্রিল, কলকাতাঃ
সোমবার এসএসসি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। এই ফরাক্কার অর্জুনপুর হাইস্কুলের ৩৬ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি একসঙ্গে বাতিল হয়েছে। একসঙ্গে এত শিক্ষকের চাকরি যাওয়ায় পঠনপাঠন নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবক থেকে পড়ুয়ারা।

জানা যাচ্ছে, এই স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০ হাজারের বেশি। স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল ৬০ জন। এর মধ্যে ৭ জন পার্শ্বশিক্ষক। তবে ৩৬ জন শিক্ষক বাদ পড়ায় এখন এই স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা দাঁড়াচ্ছে ২৪ জন। স্কুল সূত্রে জানা গিয়েছে, এই ৩৬ জন শিক্ষকের মধ্যে সরাসরি নিয়োগ হয়েছিলেন ২০ জন এবং বদলি হয়ে এসেছিলেন ১৬ জন। ফলে এই অবস্থায় বাকি শিক্ষকদের নিয়ে স্কুলে পড়ানো মুশকিল বলেই মনে করছে কর্তৃপক্ষ।

অর্জুনপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মহম্মদ সোহরাব আলি বলেন, “গ্রামীণ এলাকা। ছাত্রছাত্রীর সংখ্যা দশ হাজারেরও বেশি। ৩৬ জন শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন। বাতিল শিক্ষকদের মধ্যে ২০ জন শিক্ষকের নিয়োগ ছিল সরাসরি। বাকি ১৬ জন মিউচুয়াল ট্রান্সফারে এসেছিলেন। হাই কোর্টের রায়ে ৩৬ জনের চাকরি বাতিল একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি চলে গেলে স্কুল চালাতে সমস্যা হবে। ”

মাত্র ২৪ জন শিক্ষক-শিক্ষিকাকে দিয়ে দশ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে পড়ানোর কাজ কার্যত অসম্ভব বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ৷ গভীর চিন্তায় পড়েছেন অভিভাবকরাও ৷ কীভাবে স্কুলের পঠন পাঠন চলবে, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে স্কুল কর্তৃপক্ষ।

সোমবার এসএসসি গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। সুপার নিউমেরিক পোস্টে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের সুদ সমেত বেতনও ফেরত দিতে হবে। সেক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে চার সপ্তাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here