শিলিগুড়িতে ডাকাতি করতে যাওয়ার আগে গ্রেপ্তার ৬ যুবক

0
13

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ মার্চঃ নাইট পেট্রোলিং এর সময় বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার প্লেন ক্লথস পার্টি। বুধবার গভীর রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার প্লেন ক্লথস পার্টি নাইট পেট্রোলিং করছিল। সেই সময়ে ভক্তিনগর থানার চন্ডাল মোড় এলাকার গান্ধী ময়দানে বেশ কয়েকজনকে জড়ো হয়ে থাকতে দেখে পুলিশ।

গভীর রাতে একটি ফাঁকা জায়গায় বেশ কয়েকজনকে দেখেই সন্দেহ হয় পুলিশের। তৎক্ষণাৎ ভক্তিনগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশের ওই নাইট পেট্রোলিং ভ্যান পৌঁছে যায় ওই অন্ধকার ঠেকে। প্লেন ক্লথস পার্টির পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে ওই যুবকদের। পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই ছয় জন।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ছয় অভিযুক্তের নাম ওবিদুর রহমান, আল্লা রাখা শেখ, বিকাশ রাই, বিক্রম পাসোয়ান, রাজকুমার নাওয়ার এবং রাহুল ছেত্রী। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় চাকু, ভোজালি, সাবল, লোহার রড সহ নানান ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা যন্ত্রপাতি। তৎক্ষণাৎ ওই ছয় জনকে গাড়িতে তুলে নিয়ে আসা হয় ভক্তিনগর থানায়। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করে বুধবার রাতে তারা ডাকাতির ছক কষছিল শিলিগুড়ি শহরে। কোনো বাড়িতে বা গাড়ি থামিয়ে ডাকাতির ছক ছিল তাদের।

কিন্তু পুলিশের নাইট পেট্রোলিং ভ্যান ভেস্তে দিল সবকিছু। ধৃতদের বিরুদ্ধে ৩৯৯ এবং ৪০২ আইপিএস ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠায় ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের অভিযানে বৃহস্পতিবার রাতে একটি বড়সড় ডাকাতির ঘটনার রোখা গেল শিলিগুড়ি শহরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here