লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দ্বিগুণ বাড়ল ভাতা, বিধানসভায় বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য

0
296

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ ফেব্রুয়ারিঃ রাজ্য বিধানসভায় বাজেট পেশ করছেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার নজর ছিল রাজ্যের বাজেটের দিকে। রাজ্য সঙ্গীত দিয়ে দুপুর ৩টার সময় বাজেট পেশ শুরু হয়। বাজেট শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করল রাজ্য। বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ। এতদিন দেওয়া হত ৫০০ টাকা করে। এখন হবে ১০০০ টাকা করে।

এদিন বাজেটে বলা হয়েছে, প্রত্যাশা মতোই ভাতা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারে। এতদিন মাসিক ৫০০ টাকা দেওয়া হত। এবার সেটা বেড়ে দাঁড়াল ১,০০০ টাকা। অর্থাৎ জেনারেল ক্যাটেগরির মহিলারা ১,০০০ টাকা করে পাবেন। সেখানে তফসিলি জাতি ও তফসিলি জনজাতিদের মাসিক ভাতা বেড়ে দাঁড়াল ১,২০০ টাকা। যা আগে ১,০০০ টাকা ছিল।

এদিন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের  বাজেট পেশের মাঝেই হট্টগোল শুরু করেন বিরোধীরা। তাঁদের থামানোর চেষ্টা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার পরেও বিরোধীরা না থামলে উঠে বলতে শুরু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here