বিরাট ঘোষণা! লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দ্বিগুণ বাড়ল ভাতা

0
129

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ ফেব্রুয়ারি, কলকাতা:‌ বাড়ানো হল লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ। সাধারণ মহিলাদের ১০০০ টাকা এবং তপশিলি মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হবে। এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে সাধারণেরা ৫০০ টাকা এবং তপশিলিরা পেতেন ১০০০ টাকা। এবার তা বেড়ে দাঁড়াল সাধারণের জন্য ১০০০ টাকা ও তপশিলিদের জন্য ১২০০ টাকা।

২০২৪ সালের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে। উপভোক্তারা মে মাস থেকে এর সুবিধা পাবেন। কারণ, এটা আগামী অর্থবর্ষের জন্য বাজেট ঘোষণা করা হল। এর জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ১,২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান চন্দ্রিমা।

বৃহস্পতিবার দুপুরে পেশ করা হল রাজ্য বাজেট।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাজেট পড়লেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত উল্লেখ্য,  ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে চালু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।

এই প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছে থেকে আর্থিক সহায়তা পান। রাজ্যে বসবাসকারী যে কোনও পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন। এ বার ২০২৪ লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here