এক বিঘা জমিতে চাষবাস করেই অতিকষ্টে সংসার চালান বিশেষভাবে সক্ষম যুবতি

0
114

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ অক্টোবরঃ শারীরিক প্রতিবন্ধতাকে উপেক্ষা করে বিশেষভাবে সক্ষম নারী পুরুষদেরকে সরকারি সুবিধা পাইয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারির যুবতি রুমানা খাতুন (৩২)। রুমানার বাড়ি বংশীহারির মহাবাড়ি পঞ্চায়েতের কাকিহার গ্রামে। তিনি নিজেই একজন জন্মগতভাবে বিশেষভাবে সক্ষম যুবতি। উচ্চতা মেরেকেটে মাত্র তিন ফুট। বাবা মোজাম আলি এবং মা ওসামায়ারা বেগমকে নিয়ে তার বসবাস।

স্থানীয় সুত্রে জানা যায়,পরিবারের মাত্র এক বিঘা জমিতে চাষবাস করেই অতিকষ্টে সংসার চালান তার বাবা মোজাম আলি। রুমানা নিজ দক্ষতায় ইতিমধ্যে সারা বাংলা প্রতিবন্ধী কল্যান সমিতির দক্ষিন দিনাজপুর জেলা কমিটিতে স্থান করে নিয়েছেন। রুমানা জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। শারীরিক এই প্রতিবন্ধকতা নিয়ে মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছে। এক বিঘা জমিতে চাষবাস করে বাবা আমাদের সংসার চালান। মাসিক ভাতা ছাড়া আর কিছু পান নি। তাই জেলার বিশেষভাবে সক্ষম ভাই বোনদের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে চলছে।

এদিন এবিষয় বংশীহারির যুবতি রুমানা খাতুন জানায়, আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ। মাত্র এক বিঘা জমিতে চাষবাস করে বাবা আমাদের সংসার চালান। আমি জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। শারীরিক এই প্রতিবন্ধকতা নিয়ে মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছি। আমি প্রতিবন্ধী ভাতা প্রতি মাসে এক হাজার টাকা পাই।তবে সেই ভাতার টাকা সংসারে দিতে পারি না। সংগঠনের কাজে জেলার নানা প্রান্তে ঘুরতেই শেষ হয়ে যায়। সপ্তাহে পাঁচদিনই আমাকে সংগঠনের কাজে বাইরে যেতে হয়। মাসিক ভাতা ছাড়া আর কিছু পান নি। একটা ট্রাই সাইকেলের জন্য চেষ্টা করেছিলাম কিন্তু সেটাও পাই নি। এই নিয়ে এখন আর আক্ষেপও নেই। এখন জেলার বিশেষভাবে সক্ষম ভাই বোনদের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে কাজ করার মাধ্যমেই নিজের তৃপ্তি খুঁজে পাই।

এদিন এবিষয়ে রুমানার মা ওসামায়ারা বেগম বলেন, আমার তিন ছেলে মেয়ের মধ্যে রুমানা সবার বড়। অন্য দুই ছেলের পৃথক সংসার। আমরা খুবই গরিব। আমরা স্বামী স্ত্রী অনেক চেষ্টা করেও বার্ধক্য ভাতা কিম্বা আবাস যোজনার ঘর পাইনি। এই ভাঙ্গা বাড়িতেই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অতি কষ্টে বাস করি। জন্ম থেকেই আমার মেয়ে প্রতি বন্ধী। এখনও তার বিয়ে হয় নি। আর কে আমার এই প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করবে। সেখানেও প্রায় দিন বাড়িতেই থাকে না। বেশ কয়েক বছর আগে একাধিকবার চেষ্টা করেও তৎকালীন স্থানীয় নেতাদের ঘুঁষ দিতে না পারায় আইসিডিএসের হেল্পারের চাকরি হয় নি। এখন সমিতির কাজ নিয়েই মেয়ের সময় দিব্যি কেটে যায়।

এদিন সারা বাংলা প্রতিবন্ধী কল্যান সমিতির জেলা সম্পাদক নারায়ন মোহন্ত বলেন, রুমানা খুব কর্মঠ মেয়ে। তার পরিবার খুবই দরিদ্র। রুমানার কাজকর্মের নিরিখে তাকে জেলা কমিটির সদস্যপদ দেওয়া হয়েছে। এখন সে সংগঠনের ছেলে মেয়েদের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে শুধু জেলা কেন, কোলকাতা পর্যন্ত তাকে ছুটতে হয়।

তিনি আরও বলেন, চেষ্টা করেও সে যেখানে একটা সরকারি তরফে ট্রাই সাইকেল পায় নি, সে কিনা এখন অপরকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। পায়ের সমস্যার জন্য তার হাঁটতে খুব কষ্ট হয় জন্য নিজের টাকায় একজোড়া জুতো তৈরি করে হাঁটার কষ্ট লাঘব করেছে। রুমানা একজন ভালো কর্মী এবং অবশ্যই আমাদের সংগঠনের এক অমূল্য সম্পদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here