নাটকের জন্য হাঁটুন পদযাত্রায় সামিল হলেন অভিজিৎ দে ভৌমিক ও নাট্যপ্রেমীরা

77

কোচবিহার, ২১ মেঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নাটকের জন্য হাঁটুন এই বার্তাকে  সামনে রেখে হল পদযাত্রা৷ কোচবিহার হেরিটেজ নাট্য নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন। নাটকের জন্য হাঁটুন পদযাত্রায় সামিল হলেন নাট্য প্রেমী অভিজিৎ দে ভৌমিক ও নাট্যকর্মীরা।

বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই পদযাত্রা শুরু হয় কোচবিহার সাগরদিঘী সংলগ্ন শহীদ মুক্ত মঞ্চের সামনে থেকে। কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পদযাত্রা শেষ হয়েছে। আজকের এই শোভাযাত্রার মধ্যমণি ছিল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এই শোভাযাত্রাতে বিভিন্ন নাট্যগোষ্ঠীর সদস্য ও নাট্যকর্মীরা পায়ে পা মিলিয়েছেন। ২২ মে থেকে শুরু হতে চলেছে কোচবিহার হেরিটেজ নাট্য মেলা।  চলবে আগামী ২৬ শে মে পর্যন্ত৷

উতসবের আয়োজক নাট্যপ্রেমী অভিজিৎ দে ভৌমিক বলেন,কোচবিহার রবীন্দ্র ভবনে চলবে এই নাটকের উৎসব। কোচবিহারের নাট্য প্রেমী সকলকে উতসবে সামিল হতে অনুরোধ জানান তিনি।

অভিজিৎ বাবু জানান,পাঁচ দিনে মোট নয়টি নাটক মঞ্চস্থ হবে। নাট্য কর্মীদের উৎসাহিত করতে ওই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬ টায় নাটক শুরু হবে। আগ্রহীদের প্রবেশ অবাধ।