‘বিজেপির ছোড়া বোমা নিষ্ক্রিয় করল সুপ্রিম কোর্ট’, এসএসসি মামলায় অন্তর্বর্তী রায়ের পরই খোঁচা অভিষেকের

0
117

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ মে, কলকাতাঃ ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তাতে স্থগিতাদেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আর এই অন্তর্বর্তী রায় সামনে আসার পরই এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, বিজেপির ছোড়া বোমা নিষ্ক্রিয় করেছে সুপ্রিম কোর্ট।

এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘বাংলার ভাবমূর্তি নষ্ট করতে এবং পশ্চিমবঙ্গ সরকারকের ভিত নাড়িয়ে দিতে গত সপ্তাহে বিজেপি যে বিস্ফোরক ছুড়েছিল, তা নিষ্ক্রিয় করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। সত্যের জয় হয়েছে। আমরা যাবতীয় প্রতিকূলকতা অতিক্রম করে শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। জয় বাংলা।’

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।  এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

ওই মামলার শুনানি শেষে আপাতত চাকরি বাতিলের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। চাকরিহারাদের ১২ শতাংশ হারে বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানি আগামী ১৬ জুলাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here