তুফানগঞ্জে তৃণমূলের অস্থায়ী দলীয় দফতর পোড়ানোয় অভিযুক্ত বিজেপির বিরুদ্ধে

0
15

তুফানগঞ্জ, ১৯ এপ্রিলঃ ভোটের দিনই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের একাধিক এলাকা। তুফানগঞ্জের বারোকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের হরিরহাটে তৃণমূলের অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত গুন্ডারা তুফানগঞ্জ-২ ব্লকের বারোকোডালি-১ গ্রাম পঞ্চায়েতের হরিরহাট এলাকায় তাদের অস্থায়ী নির্বাচনী দলীয় দফতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

এদিন বারোকোডালি-১ আইএনটিটিইউসি-র সভাপতি অনিল বর্মণ এই প্রসঙ্গে বলেন, “জনগণ যে হেতু বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, তারা এখন মানুষের অধিকারই কেড়ে নেওয়ার চেষ্টা করছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here