শিব সেনায় যোগ দিলেন গোবিন্দা, মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে ভোটে লড়বেন?

0
62

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ মার্চ, নয়াদিল্লিঃ একনাথ শিণ্ডের হাত ধরে শিব সেনায় যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা অভিনেতা গোবিন্দা।  বৃহস্পতিবারই বালাসাহেব ভবনে এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের হাত ধরে শিব সেনায় যোগ দিলেন তিনি। মুম্বইতে শিব সেনার সঙ্গে যোগ দিয়ে তিনি বলেন, দেশের হয়ে কিছু করতে চাই। তাই ফের রাজনীতির মাঠে নামলাম।

উত্তর-পশ্চিম মুম্বই থেকে শিব সেনার হয়ে লোকসভা ভোটে লড়তে পারেন গোবিন্দা, এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড মার্জিনে বিজেপি নেতা রাম নায়েককে হারিয়েছিলেন। যদিও বছর খানেকের মধ্যে রাজনৈতিক মোহভঙ্গ হয় তাঁর।

ফিল্মি কেরিয়ার বাঁচাতে সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়ে রাজনীতি থেকে দূরত্ব বাড়ান অভিনেতা। এরপর ২০০৯ সালে ফের কংগ্রেসের হয়ে ভোটে লড়তে তিনি আর রাজি ছিলেন না। চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে গোবিন্দার দেখা করার পরই জল্পনা শুরু হয়। এদিন সেই জল্পনায় সিলমোহর পড়ল।

এদিকে গোবিন্দার এই যোগদানকে কটাক্ষ করল এনসিপি শিবির। তাঁদের নেতা জয়ন্ত পাটিল জানিয়েছেন, গোবিন্দা একজন জনপ্রিয় অভিনেতা নন। শিণ্ডে শিবিরের অনেক ভেবে কাজ করা উচিত ছিল।প্রসঙ্গত, মহারাষ্ট্রের ৪৮ টি আসনে ৫ দফায় ভোট হবে। ১৯ এপ্রিল থেকে শুরু করে ভোট হবে ২০ মে পর্যন্ত। ফল জানা যাবে ৪ জুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here