জার্মানি, আমেরিকার পর কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে এবার সরব রাষ্ট্রপুঞ্জ

0
103

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ মার্চ, নয়াদিল্লিঃ জার্মানি, আমেরিকার পর এবার কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে সরব রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিককে সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া এবং ভারতে আসন্ন লোকসভা নির্বাচন জনিত  ‘রাজনৈতিক অস্থিরতা’ নিয়ে প্রশ্ন করা হয়।

সেই প্রশ্নের উত্তরে স্টেফেন বলেন, ‘‘আমরা খুব আশা করব ভারতে প্রত্যেকের রাজনৈতিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। প্রত্যেক নাগরিক যেন অবাধ এবং সুষ্ঠু ভাবে ভোট দিতে পারেন।’’  প্রসঙ্গত, ২১ মার্চ আবগারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল। আপের দাবি, কেজরির গ্রেফতারি বেআইনি।

শুধু বিরোধীরা নন, কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য করেছে জার্মানি এবং আমেরিকা। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ভারত। কেজরীওয়ালের গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত দু’বার মন্তব্য করেছে আমেরিকা। কেজরিওয়াল যেন ন্যায্য, স্বচ্ছ এবং সময়োপযোগী বিচার পান, তা নিশ্চিত করার পক্ষেই সওয়াল করেছিল জো বাইডেন সরকার।

যার জেরে গত বুধবার ভারতে অবস্থিত আমেরিকার দূতাবাসের কার্যকরী সহকারী প্রধান গ্লোরিয়া বারবেনাকে তলব করা হয়েছিল। তার পরেও নিজেদের অবস্হানেই অনড় থেকেছে আমেরিকা। শুধু আমেরিকা নয়, কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছিল জার্মানিও।

জার্মানির তরফেও গ্রেফতারি প্রসঙ্গে বলা হয়েছিল, তারা আশা করে ‘বিচার বিভাগের স্বাধীনতা’ এবং ‘মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধ’ দিল্লির মুখ্যমন্ত্রীর বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও প্রযুক্ত হবে। এই মন্তব্যের জেরে ভারতের জার্মান দূতাবাসের উচ্চপদস্থ কূটনীতিক জর্জ এনজ়ওয়েলারকে তলব করেছিল বিদেশ মন্ত্রক। এবার রাষ্ট্রপুঞ্জের এই মন্তব্যের প্রেক্ষিতে ভারত সরকার কী উত্তর দেয় সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here