চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে ধর্না  

0
577

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ৮ অক্টোবর: কোটি টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে আলবেরুনি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সে পেশায় সেই ব্যাক্তি চাকরিজীবী। দীর্ঘ সময় ধরে হয়রানির স্বীকার হচ্ছে প্রতারিত। উল্টে অভিযুক্ত এর পরিবার থেকে তাদের হুমকির মুখে পড়তে হয়েছে। আর সেই প্রতারিতরা আজ তারা অভিযুক্তের বাড়ির সামনে এসে ধরানাই বসে আছে।

তাদের দাবি, তাদেরকে চাকরির আশ্বাস দিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০ লক্ষ্য টাকা নিয়ে চাকরি দেবে বলে একেক জনকে পাঁচ সাত বছর ধরে ঘুরাচ্ছে। কিন্তু কারো চাকরি হচ্ছে না। তাদের বাড়িতে গেলে তিনি বাড়িতে থাকেন না দরজা বন্ধ করে দেন। তার স্ত্রী আমাদের হুমকি দেয় যে বারবার টাকার জন্য বাড়িতে এলে আমাদের নামে থানায় এফআইআর করব। যে তারা টাকার কথা বললে তাদেরকে বলা হয় যে সে উপরে টাকা দিয়েছে সেখান থেকে টাকা না পেলে তাদেরকে দিতে পারবে না।

তারা পাশাপাশি আরও দাবি করে বলেন, সে বলেছে সেই টাকা তার সে ভাগনাকে দিয়েছে। এবং একেক জন মানুষের কাছ থেকে আলাদা আলাদা চাকরির জন্য টাকা নিয়েছে। এছাড়াও তার ভগ্নিপতির কাছ থেকে চাকরি দেওয়ার প্রয়োজন দেখিয়ে 8 লক্ষ টাকার মত নিয়েছে। তারা তাদের এই অভিযোগ প্রশাসনের কাছে মৌখিক জানিয়েছে। এরপরে কাজ না হলে তারা থানার দ্বারস্থ হবে। এবং আরো বড় পদক্ষেপ গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here