বিচারপতির ধমকের জের, অবশেষে নিয়োগপত্র হাতে পেলেন অনামিকা

0
30

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ সেপ্টেম্বর, কলকাতাঃ দীর্ঘ চারমাস পর অবশেষে শিক্ষিকা পদে নিয়োগপত্র পেলেন শিলিগুড়ির অনামিকা রায়। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ৪ মাস পর নিয়োগপত্র মিলল অনামিকার। সোমবার হাইকোর্টের ভর্ৎসনার ২ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে অনামিকার নাম তোলে এসএসসি। আজ ডিরোজিও ভবনে নিয়োগপত্র হাতে পান অনামিকা।

নিয়োগে কারচুপির অভিযোগে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল করে সেই চাকরি ববিতা সরকারকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে তা নিয়েও আদালতে মামলা হয়। দেখা যায়, ববিতার চেয়ে নম্বর বেশি রয়েছে অনামিকা বিশ্বাস রায়ের।

এরপরই গত মে মাসে ববিতা সরকারকে দেওয়া শিক্ষকতার চাকরি ফিরিয়ে নিয়ে সেই চাকরি অনামিকা বিশ্বাস রায়কে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তবে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি নানা টালবাহানায় এতদিন আটকে ছিল অনামিকার চাকরির বিষয়টি। পুলিশ ভেরিফিকেশন পর্ব সম্পন্ন না হওয়াতেই তার নিয়োগ আটকে ছিল। যা নিয়ে পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি পুলিশের কাছ থেকে জবাবদিহিও চান বিচারপতি।

বিচারপতির ভর্ৎসনার দু-ঘন্টার মাথায় অনামিকাকে নিয়োগপত্র দেওয়ার কথা ওয়েবসাইটে জানিয়ে দেয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ। এরপরই বুধবার কলকাতায় পর্যদের কার্যালয় ডিরোজিও ভবন থেকে নিয়োগপত্র সংগ্রহ করেন অনামিকা রায়। নিয়োগপত্র হাতে পেয়ে অনামিকা জানিয়েছেন বিচারব্যবস্থার উপরে তাঁর আস্থা আছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও তাঁর গভীর কৃতজ্ঞতার কথা জানান তিনি। যে সকল চাকরিপ্রার্থীরা এখনও রাস্তায় বসে আন্দোলন করছেন তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে অনামিকা বলেন সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও যারা রাস্তায় বসে আছেন তাঁদের সমস্যার যেন দ্রুত সমাধান হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here