আগেই ছেড়েছিলেন দিল্লির কংগ্রেস সভাপতির পদ, এবার বিজেপিতে যোগ দিলেন অরবিন্দর সিং লাভলি

0
79

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ মে, নয়াদিল্লিঃ দিল্লির কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেওৎার ছয়দিনের মাথায় বিজেপিতে যোগ দিলেন অরবিন্দর সিং লাভলি। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন লাভলি।

লাভলির সঙ্গেই বিজেপিতে যোগ দেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজকুমার চহ্বাণ, নসিব সিংহ, নীরজ বাসোয়া এবং দিল্লির প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি অমিত মল্লিকও। গেরুয়া শিবিরে যোগদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের পদ্মের প্রতীকে দিল্লির জনতার হয়ে লড়াই করার সুযোগ দেওয়া হয়েছে আমাকে। আমি বিশ্বাস করি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দেশে সরকার গড়তে চলেছে বিজেপি। আগামী দিনে দিল্লিতেও গেরুয়া পতাকা উড়বে।”

উল্লেখ্য, আগামী ২৫ মে দিল্লির ৭টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। দিল্লি কংগ্রেস এবারে আপের সঙ্গে জোট করেছে। ৩টি আসনে লড়ছে কংগ্রেস এবং আপ লড়ছে ৪টি আসনে। দিল্লিতে আম আদমি পার্টির প্রবল বিরোধী হিসাবে পরিচিত লাভলি। দিল্লিতে আপ ও কংগ্রেসের জোট মানতে না পেরে গত ২৮ জুন দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেন তিনি।

তার পরেই জল্পনা ছড়ায় যে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। জল্পনাকে সত্যি করে শনিবার বিজেপির পতাকা হাতে তুলে নিলেন লাভলি। যদিও এই প্রথম নয়। ২০১৭ সালেও কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তিনি। যদিও মাত্র ৭ মাস পরেই ফের কংগ্রেসে যোগ দেন তিনি। এর পর ২০২৩ সালের ৩১ অগাস্ট দিল্লির প্রদেশ সভাপতি করা হয় তাঁকে। ভোটের মুখে এবার ফের বিজেপিতে যোগ দিলেন লাভলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here