অনবদ্য বাবর, নেপালের বিরুদ্ধে বড় জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল পাকিস্তান

0
13

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ অগাস্টঃ নেপালকে ২৩৮ রানে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল পাকিস্তান। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। তাঁর এবং ইফতিকার আহমেদের জোড়া শতরানের সুবাদে ৬ উইকেটে ৩৪২ রানের বিশাল স্কোর খাড়া করে পাকিস্তান। জবাবে নেপালের ইনিংস শেষ হল মাত্র ২৩.৪ ওভারে ১০৪ রানে।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নেপালের বিরুদ্ধে দ্রুত দু’উইকেট হারায় পাকিস্তান। এর পর দলের ইনিংসের হাল ধরেন বাবর। শেষ পর্যন্ত বাবর খেললেন ১৩০ বলে ১৫১ রানের ইনিংস। মারলেন ১৪টি চার এবং চারটি ছক্কা। পাশাপাশি ইফতিকার করলেন ৭১ বলে অপরাজিত ১০৯ রান। মারলেন ১১টি চার এবং চারটি ছয়।

পাকিস্তানের ইনিংশ শেষ হয় ৬ উইকেটে ৩৪২ রানে। নেপালের সোমপাল কামি ৮৫ রানে ২ উইকেট নিলেন। সন্দীপ লামিছানে ৬৯ রান খরচ করে ১ উইকেটে নিলেন। জবাবে মাত্র ১০৪ রানে শেষ হয় নেপালের ইনিংস। পাকিস্তানের হ্যারিস রউফ ১৬ রানে ২ উইকেট নিলেন। শাহিন ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। ২৭ রানে ৪ উইকেট শাদাব খানের। ১৭ রানে ১ উইকেট নাসিমের। ১৩ রানে ১ উইকেট মহম্মদ নওয়াজের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here