সোমালি জলদস্যুদের হামলা, ভারত মহাসাগরে অপহৃত ২৩ নাবিক সহ বাংলাদেশি জাহাজ

0
34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ মার্চঃ ভারত মহাসাগর লাগোয়া এডেন উপসাগর থেকে অপহৃত হল ২৩ নাবিক সহ বাংলাদেশের পণ্যবাহী জাহাজ। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে সোমালি জলদস্যুরা অপহরণ করে এমভি আবদুল্লা নামে ওই জাহাজটিকে। জানা গিয়েছে, সোমালিয়ার দিকে নিজেদের গোপন ডেরায় জাহাজটিকে নিয়ে গিয়েছে জলদস্যুরা।

পণ্যবাহী জাহাজটি বাংলাদেশের শিল্পগোষ্ঠী কবির গ্রুপের মালিকানাধীন। মঙ্গলবার সন্ধ্যায় এমভি আবদুল্লার নাবিক আসিফুর রহমান ফেসবুক পোস্ট জাহাজ অপহরণের কথা জানান। তিনি লেখেন, ‘‘সোমালিয়ার জলদস্যুদের হাতে আমরা আক্রান্ত। তবে সবাই সুস্থ ও নিরাপদে আছি। আমাদের জন্য প্রার্থনা করুন।’’

আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরশাহির দিকে যাচ্ছিল বাংলাদেশের এম ভি আবদুল্লা নামের ওই জাহাজটি৷ সংযুক্ত আরব আমিরশাহিতে প্রবেশের আগেই জাহাজটিকে অপহরণ করে সোমালিয়ার জসদস্যুরা৷

প্রসঙ্গত, ২০১০ সালেও একই গ্রুপের মালিকানাধীন আরেকটি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল। ১০০ দিন পর মুক্তিপণ দিয়ে ২৬ নাবিকসহ জাহাজটিকে মুক্ত করা হয়। ভারত মহাসাগরে গত কয়েক দশকে বেশ বেপরোয়া হয়ে উঠেছে সোমালিয়ান জলদস্যুরা। এ কারণে এ জলপথ ব্যবহার করে পণ্য পরিবহন ব্যবসা হুমকির মুখে পড়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় নৌসেনা এমভি আবদুল্লা উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here