রাজনৈতিক হিংসায় জখম হয়েছিলেন তৃণমূল কর্মী, দেখতে হাসপাতাালে গেলেন দিলীপ ঘোষ

0
67

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ এপ্রিল, বর্ধমান: রাজনৈতিক হিংসায় জখম হয়েছিলেন এক তৃণমূল কর্মী স্বপন মল্লিক। তাঁকে দেখতে হাসপাতালে গেলেন দিলীপ ঘোষ। বর্ধমান মেডিক্যাল হাসপাতালে গিয়ে জখম ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁর পাশে থাকার আশ্বাসও দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

গলসির মনোহর সুজাপুর গ্রামের বাসিন্দা স্বপন গত ১০ এপ্রিল বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে শিড়রাই গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যান। ফেরার পথে পোতনা গ্রামের কাছে দুষ্কৃতীরা তাঁকে আক্রমণ করে। অভিযোগ, বেধড়ক মারধর করা হয়। সূত্রের খবর, কয়েকদিন আগে মনোহর সুজাপুর গ্রামে ইমদাদুল মল্লিক নামে এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় অভিযুক্ত স্বপন।

তারই বদলা নিতে স্বপনের উপর হামলা হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ওই তৃণমূল কর্মীকে দেখতেই শনিবার সকালে হাসপাতালে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। উল্লেখ্য, এর আগে তৃণমূলের শিবিরে ঢুকে শবরতে চুমুক দিতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে।

এদিন হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, “রাজ্যে যে রাজনৈতিক হিংসা হচ্ছে তার উদাহরণ স্বপন মল্লিক। নৃশংস রাজনীতির প্রতিবাদ আমরা বারবার করেছি। হাসপাতালে তাঁকে দেখতে এসেছিলাম। ভীষণ গরিব। তাঁর পাশে আছি। দ্রুত সেরে উঠুক, এটাই প্রার্থনা করব।” এই ঘটনা প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাসের কটাক্ষ, ‘‘দিলীপ ঘোষ ভোটে দাঁড়িয়েছেন। তাই সহানুভূতি আদায়ের জন্য হাসপাতালে গিয়েছেন।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here