বিমল গুরুংকে নিজের রাজনৈতিক গুরু হিসেবে তুলে ধরলেন বিজেপি প্রার্থী রাজু বিস্ট

0
18

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ মার্চঃ বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা কি এবারও বিজেপিকে সমর্থন করবে, রাজু বিস্টের একটি মন্তব্যে সামনে চলে এল এমনই প্রশ্ন। আজ সকালে দিল্লি যাওয়ার আগে রাজু বিস্ট জানান, তিনি সাংসদ হতে পেরেছেন গুরুংয়ের জন্য। রাজনীতির অনেক কিছু তাঁর কাছ থেকে শেখা। কার্যত গুরুংকে নিজের রাজনৈতিক গুরু হিসেবে তুলে ধরেন বিস্ট। গুরুংকে রাজু বিস্টের দরাজ সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে পাহাড়ে নয়া সমীকরণ দেখা দিচ্ছে।

সূত্রের খবর, গুরুং দিল্লিতে বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। যদিও নিজের অবস্থান নিয়ে নীরব রয়েছেন গুরং। জানা গেছে, আজ দিল্লী থেকে জরুরী তলব রাজু বিস্টকে। সেখানে গিয়ে রনকৌশল ঠিক করতে ভোটের আগে প্রচার করা হবে, সেটা নিয়েও আলোচনা হবে। রাজু বিস্টর সাথে দিল্লীতে গেছেন দার্জিলিং জেলা বিজেপির শীর্ষ নেতৃত্বে।

এদিন এবিষয়ে বাগডোগরা বিমানবন্দরে রাজু বিস্তা সাংবাদিকদের জানান, জরুরী তলবেই দিল্লী যাত্রা। তাই আমার যাওয়া। কি হবে এবং কিভাবে আমাদের দায়িত্ব ঠিক হবে হয়ত গিয়ে জানতে পারব। দার্জিলিং এর মানুষের মনে এবং মুখে আমি হাসি দেখতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here