দিল্লি দখলে ৪০০পার করার স্বপ্ন দেখছে বিজেপি, আমি বলছি আগে ২০০ আসন পার করে দেখানঃ মমতা

0
26

মালদা, ২০ এপ্রিলঃ দিল্লি দখলে ৪০০ পার করার স্বপ্ন দেখছে বিজেপি। আমি বলছি আগে ২০০ আসন পার করে দেখান, তারপরে সাঁতার কাটবেন। হাতেগোনা কয়েকটি রাজ্য ছাড়া কোথাও ভোট নেই আপনাদের। তাহলে এত লম্পঝম্প কিসের। এবারে দিল্লি দখলে মানুষ আমাদের পাশেই থাকবে।

শনিবার দুপুরে মালদায় নির্বাচনী প্রচারে এসে এভাবেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর সাফ কথা, বিজেপিকে কেন ভোট দিবেন। ওরা মানুষের জন্য কি করেছে। মালদার এক বিজেপি সাংসদ খগেনবাবু পাঁচ বছরের ২৫ কোটি টাকা পেয়েছে। একটা পয়সাও উন্নয়নের কাজে ব্যবহার করে নি। শুধু শুধু সোশ্যাল মিডিয়ায় মিথ্যা কথা বলে ভোট পাওয়া যায় না। উন্নয়নই শেষ কথা। আপনারা করে দেখাতে পারেন নি। কিন্তু আমরা করে দেখিয়েছি। এদিন দুপুরে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে গাজোল কলেজ সংলগ্ন মাঠেই নির্বাচনী জনসভা আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের এই নির্বাচনী জনসভার শেষে ধামসা,মাদলের সঙ্গে আদিবাসীদের সাথে নৃত্য করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি আদিবাসীদের বাদ্যযন্ত্র বাজিয়ে এবং মন্ত্রী ইন্দ্রনীল সেনের গানের সুরে সুর মেলান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিনের এই নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিকে সামনে রেখেই সাধারণ মানুষের কাছে ভোট চান। এই জনসভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর,দলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস প্রমূখ।

এদিন দুপুর ২টা নাগাদ হেলিকপ্টার করে মালদার একটি বেসরকারি হোটেল থেকেই গাজোলের নির্বাচনী সভায় যোগ দেন মমতা ব্যানার্জি। সেখানকার সভা শেষ করে পরবর্তী মানিকচক বিধানসভা কেন্দ্রের এনেয়াতপুরে দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হানের সমর্থনে আরেকটি নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন গাজোলে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারত, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্যে বিজেপির ভোট নেই। তাহলে ওদের এত কিসের দাম্ভিকতা। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে গতবার ওরা পেয়েছিল ৩০৩টি আসন। এবার স্বপ্ন দেখছে ৪০০ আসন পার করার। আমি বলছি ২০০ আসন পার করে দেখান। তারপরে সাঁতার কাটবেন। দিল্লি এবার আপনাদের দখলে যাবে না।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ১০০ দিনের কাজ নিয়ে নাকি এই রাজ্যে দুর্নীতি হয়েছে। আরো বেশ কয়েকটি রাজ্যের নামও বলেছে বিজেপি। আমরা বলেছি দুর্নীতি হয়ে থাকলে আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। সেখানে আর ওদের হিম্মত নেই। অথচ এই ১০০ দিনের কাজ প্রকল্পের দুর্নীতি হয়েছে বিহার, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে। সেখানে টাকা আটকাচ্ছেন না কেন্দ্রের মোদি সরকার। অথচ এই বাংলায় ১০০ দিন কাজ প্রকল্পের প্রথম সারিতে ছিল। সেই টাকা আটকে দেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here