সমীক্ষায় কান দেবেন না, সব ভুয়ো, ২০০ আসনও পাবে না বিজেপি: মমতা

0
45

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ এপ্রিল, মুর্শিদাবাদ: শুক্রবার শুরু হয়েছে লোকসভা নির্বাচন। প্রথম দফায় বাংলার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোটের মাঝেই মুর্শিদাবাদের হরিহরপাড়ার কৃষক বাজার ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে প্রচার করেন তিনি। তৃতীয় দফায় আগামী ৭ মে মুর্শিদাবাদে ভোট রয়েছে। এদিন লোকসভা নির্বাচনের যে সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, সেগুলিকে ভুয়ো বলে উল্লেখ করেছেন মমতা। বলেন, ‘‘দেশে ২০০টি আসনও পাবে না বিজেপি। সব সমীক্ষা ভুয়ো। লক্ষ লক্ষ টাকা ঢেলে সমীক্ষা করেছে। ওতে কান দেবেন না। মানুষের চোখ বলছে, বিজেপি জিতবে না। সরকার গড়বে ইন্ডিয়া জোট।”

তৃণমূল নেত্রী আরও দাবি করেন, “ইন্ডিয়া জোট আমারই তৈরি করা, কেউ কেউ এখানে ইন্ডিয়া জোটের কথা বলে ভোট চাইছে। বাংলায় কোনও ইন্ডিয়া জোট নেই। ওটা দিল্লির, এবারে আমরাই সরকার গড়বো। বাংলা নেতৃত্ব দেবে। কংগ্রেস, সিপিএম এখানে ‘ইন্ডিয়া’ নয়। ওরা বিজেপি করে। ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দুটো ভোট দেওয়া। একটা ভোটও দেবেন না।’’

মুর্শিদাবাদ থেকে মমতার হুংকার, ‘দরকার হলে না খেয়ে থাকব তবু বাংলায় এনআরসি করতে দেব না। জীবন বাজি রেখে বলছি, আমার জীবন থাকতে এনআরসি করতে দেব না। পরিযায়ী শ্রমিকেরা যাঁরা রমজানে বাড়ি এসেছেন তাঁরা ভোট না দিয়ে নড়বেন না। ভোট না দিলে আধার কার্ড থেকে আপনার নাম বাদ দিয়ে দেবে। সিএএ, এনআরসি করে নাম ঢুকিয়ে দেবে। গত ১০ বছরে একটাও কাজ করেনি বিজেপি।’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here